মরার আগে মরে বসি

ইদানিং কেমন আমি হইয়া গেছি 
মরার আগে- মরে বসি-
মরার বেটা আজরাইল সময়ে মতো আসে না
অসময়ে করে শুধু তালবাহানা-
ভয়ের কথা বললেও আজরাইল শুনে না
কেমন করে খাঁচা ছিড়ে মন পাখিটারে
নিয়ে যাবে কোন সে দেশে-
কোন সে দূরে- কেউ ত জানে না।

কেমন করে মরার বেটা আজরাইল
আসবে বল- ভয়ে ভয়ে ভয়ে কাঁপে দেহ বুক-
অসুখে বুঝা যায় কতখানি সুখ
ও দরদিয়ার ঝর ঝর অথৈ নদীতের জল-
দেখিতে পাই না তার মুখ টলমল!
ও মরার বেটা আজরাইল কয়া যাও
কেমন করে দেখবো তার মুখ-
নয়ন আয়নায় আমার ছবি কথা কয় না!
আমি মরার আগে- মরে বসি।

২১ ভাদ্র ১৪২৬, ০৫ সেপ্টেম্বর ২০
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “মরার আগে মরে বসি

  1. জান পাখিটা একদিন খাঁচা ছেড়ে পালাবে ধরতে পারবো না । তাই সাবধান থাকা ভালা 

  2. ইদানিং কেমন আমি হইয়া গেছি 
    মরার আগে- মরে বসি-
    মরার বেটা আজরাইল সময়ে মতো আসে না
    অসময়ে করে শুধু তালবাহানা-

    তিনি আজরাইল কারোর কথাই শুনবে না দাদা। তিনি মহান স্রষ্টার হুকুমই পালন করবেন।

    নিরন্তর শুভকামনা থাকলো।

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।