ইদানিং কেমন আমি হইয়া গেছি
মরার আগে- মরে বসি-
মরার বেটা আজরাইল সময়ে মতো আসে না
অসময়ে করে শুধু তালবাহানা-
ভয়ের কথা বললেও আজরাইল শুনে না
কেমন করে খাঁচা ছিড়ে মন পাখিটারে
নিয়ে যাবে কোন সে দেশে-
কোন সে দূরে- কেউ ত জানে না।
কেমন করে মরার বেটা আজরাইল
আসবে বল- ভয়ে ভয়ে ভয়ে কাঁপে দেহ বুক-
অসুখে বুঝা যায় কতখানি সুখ
ও দরদিয়ার ঝর ঝর অথৈ নদীতের জল-
দেখিতে পাই না তার মুখ টলমল!
ও মরার বেটা আজরাইল কয়া যাও
কেমন করে দেখবো তার মুখ-
নয়ন আয়নায় আমার ছবি কথা কয় না!
আমি মরার আগে- মরে বসি।
২১ ভাদ্র ১৪২৬, ০৫ সেপ্টেম্বর ২০
————————————
জান পাখিটা একদিন খাঁচা ছেড়ে পালাবে ধরতে পারবো না । তাই সাবধান থাকা ভালা
হু সঠিক কথা কছেন মহী দা
তিনি আজরাইল কারোর কথাই শুনবে না দাদা। তিনি মহান স্রষ্টার হুকুমই পালন করবেন।
নিরন্তর শুভকামনা থাকলো।
জ্বি প্রিয় কবি নিতাই দা
অশেষ ধন্যবাদ জানাই
কথা কাব্য পড়লাম কবি আলমগীর সরকার লিটন। শুভেচ্ছা।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
স্বাগতম কবি। শুভ সকাল।