ছাইদানিটা উপুড় মুখে সিগারেট
নেশা নেশা ভাব তাই ছেলে কমরেট,
খুনসুটি আতুড়ের ঘরময় ছাপ
বালিশেই টানাটানি মুখ অভিশাপ।
সুখটানে বিলাসিতা মারছে মানুষ
একমুঠো রোদ্দুরের আশা আবলুস,
সম্পর্কের টানাটানি ঠাণ্ডা শাক ভাতে
এত ক্ষোভ আগুনের রক্ত সংঘাতে।
সকালের কিশলয় ওম মেখে ধায়
তাই দেখে ধুলোঝড় রাতের তারায়,
লুকানো স্বপ্নের স্রোত আগ্রাসী তরঙ্গে
হাত দুটি ধরে আছে জীবন বিভঙ্গে;
করো না হে জোড়াতাপ্পি দিয়ে চাবিতালা
সংসার শান্তির নীড় আলো বর্ণমালা।
অত্যন্ত আকর্ষণীয় লিখনশৈলি ।
ভালো থাকবেন
সুস্থ থাকবেন
বেশ ছন্দময় সংসার কবি দা
অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
বসুধা থেকে এই হাত আর ছাড়াছাড়ি হচ্ছে না, কবি। তাই চলছি, ফিরছি ঐ আগ্রাসীর হাত ধরেই।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।
অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
শুভেচ্ছা জানবেন কবি মি. বেরা। সম্ভব হলে আপনার পোস্ট আপনার এফবি'র বন্ধুদের জন্য শেয়ার করুন। ধন্যবাদ।
নিশ্চয়ই ।
ভালো থাকবেন
সুস্থ থাকবেন ।