অন্ধকার রাত্রিরও,
ভয় থাকে মানুষের।
সে তো জানে –
আদিম মানুষের হাতেই,
পরাজিত হয়েছিল –
তার পূর্বসূরী একদিন।
পাথুরে প্রকোষ্ঠের বৃত্তে বন্দী
আদিম মানুষের ভয় গুলো,
গিয়েছিল মুছে সেদিন ;
যেদিন এসেছিল অনল
সভ্যতাহীন যাযাবর সমাজে।
এ অনলের হাত ধরেই
একদিন এসেছিল সভ্যতা,
এসেছিল একদিন
নাগরিক জীবনের নামে
অলীক অধুনিকতা।
সেই অনলেই এখন আবার
পুড়ছে আমার স্বদেশ,
পড়ে রেষারেষিতে
কিছু ক্ষমতালোভী কাপুরুষের।
অনলেই এখন আবার পুড়ছে আমার স্বদেশ,
পড়ে রেষারেষিতে … কিছু ক্ষমতালোভী কাপুরুষের।