ঘুম ভাঙা মাঝরাতে
উথালপাথাল বৈশাখী বাতাসের
প্রতিটা আলোড়নই,
যেভাবে হাহাকার বয়ে দিয়ে যায়।
রাত্রি দ্বিপ্রহরের
দক্ষিণ আকাশে তারা বিহীন চাঁদটার
প্রতিটা আলোর বিন্দু
ঠিক সেভাবেই গেয়ে যায়
একাকী নিঃসঙ্গতার গান…
2 thoughts on “নিঃসঙ্গতার গান”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এমনই এক অনুভুতি আমাকেও ছুঁয়ে যায় প্রিয় কবি। শুভেচ্ছা জানবেন। শুভ সকাল।
Excellent