তুমি আলতো হাতের স্পর্শে মুছে দাও আমার সুখের অনুভুতি গুলো
রোদবর্তী দিনের কোলাহল,
কিম্বা জলমগ্ন শ্রাবণ বিকেল আমার অনেক ভাললাগার
বলতে পার প্রিয় ও ;
মেঘের ভ্রুণ ছিঁড়ে নামুক শ্রাবণের কুমারী বৃষ্টি —-
এক বৃষ্টিতেই শত গোলাপ ফুটবে
আমি ঘ্রাণ নেব সবুজের, বৃষ্টির জল:
সবুজ পাতা আর কড়া গোলাপের;
আকাশ মেলেছে নীল মেঘের ডানা
সন্ধ্যার আকাশে আবির রঙের উষ্ণতা
আবিরতার গহন রক্তে জেগে উঠেছে গোলাপ —
লাল গোলাপ; বাতাসের গন্ধে মিশেছে ধূসর গোধূলি।
শ্রাবণের জল খামে শিশির স্নানে রেখে দেব গোলাপ উত্তাপ
অতঃপর সুস্থির গোলাপ,
প্রিয় গোলাপ সময় ———-
শ্রাবণের জল খামে শিশির স্নানে রেখে দেব গোলাপ উত্তাপ
অতঃপর সুস্থির গোলাপ, প্রিয় গোলাপ সময়। __ শুভেচ্ছা প্রিয় কবি।
বেশ , শুভ কামনা নিরন্তর।
অনেক ভাল প্রিয় কবি দি। শুভেচ্ছা
প্রিয় গোলাপ সময়ের শুভেচ্ছা রইলো, শ্রদ্ধেয়া কবি দিদি।