বেদনা নিও না নারী…

বেদনা নিও না নারী—একবুক শূন্যতা নিও…
আবার কোনোদিন যদি ছলাৎছলাৎ জল আসে
আবার কোনোদিন যদি পাঁতিহাসের ডানা হাসে
আবার কোনোদিন যদি জলের গায়ে ভেসে ঊঠে
হাজারে হাজার বীভৎস লাশের জীবন্ত ছবি
সেদিন আমি আবারও কবি হবো-নপুংসুক কবি!!

আবারও বলি—-
বেদনা নিও না নদী.. বুকভরা হাহাকার নিও
বৃক্ষের যেমন কোনো বেদনা থাকতে নেই
নারীর যেমন কোনো বেদনা থাকতে নেই
তেমনি তোমারও কোনো বেদনা থাকতে নেই!!

যাদের ললাটের বলিরেখায় কবরের মাটি লেখা নেই
চিতার আগুনের স্পর্শ লেখা নেই, তাদের কোনো
বেদনা থাকতে নেই; এই যেমন সবাই জানে—
নদীও একদিন গর্ভবতী নারী ছিলো
নারীও একদিন কৌমুদী জলের নদী ছিলো!

এখন আর সেসব কিছুই নেই; কেবল শূন্যতা আছে
বিরান মরুভূমির মতো এ যেনো শুধুই পাপের ছবি
জানো, ভাসমান পতিতাদের মতোন আমি আবারও..
আমি আবারও কবি হতে চাই –নখদন্তহীন কবি!!

3 thoughts on “বেদনা নিও না নারী…

  1. এখন আর সেসব কিছুই নেই; কেবল শূন্যতা আছে
    বিরান মরুভূমির মতো এ যেনো শুধুই পাপের ছবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  2. যাদের ললাটের বলিরেখায় কবরের মাটি লেখা নেই
    চিতার আগুনের স্পর্শ লেখা নেই, তাদের কোনো
    বেদনা থাকতে নেই; এই যেমন সবাই জানে

    ধ্রুব সত্য

মন্তব্য প্রধান বন্ধ আছে।