প্রিয়_স্বদেশ

প্রিয় স্বদেশ তুমি কী অসুস্থ?
কেমন যেন বিমর্ষ দেখাচ্ছে,
তোমার দুচোখ ঘোলাটে।

এই চোখ দীঘির গভীর জলের মত ছিল,
যখন ইচ্ছা অবলীলায় ডুব দিয়েছি।

তোমার কণ্ঠনালি কী শুকিয়ে গেছে, কেমন
আওয়াজ বেরুচ্ছে না।

অথচ তোমার গমগম আওয়াজে
চৈত্রের মাঠ ফেটে জল উদগীরণ হয়েছে,
প্রবল খরায় তোমার চিৎকারে ভীত
মেঘরাজ তড়িঘড়ি নিজের মেয়ে
বৃষ্টিকে পাঠিয়েছে।

তোমার দুহাতে কালশিটে দেখা যাচ্ছে
হাত নাড়াতে খুব কষ্ট হচ্ছে কী?

এই হাত লাঙ্গলের ফলা ধরে সেঁধে
গেছে মাটির গভীরে, সবুজ ফসলে
ভরে উঠেছে ভোরের উঠান।

তোমার দুই পা স্থবির কেন? কী
কারণে আজ চলৎশক্তিহীন!

দুই পায়ে হেঁটে বিশ্ব বিজয় করেছ
দুনিয়ার তাবৎ পাপী তোমার পায়ে
লুটোপুটি খেয়েছে।

প্রিয় স্বদেশ তোমার বুকে আঘাতের
চিহ্ন কেন? কোন গুপ্ত ঘাতক
বিদীর্ণ করেছে তোমার হৃদয়?

এই হৃদয় বিশালতায় হিমালয় ছুঁয়েছিল
উষ্ণ হৃদয়ের তুমি হয়ে উঠেছিলে
মায়ের প্রতীক।

প্রিয় স্বদেশ কে সেই মাতৃ ঘাতক
কে সেই পাষাণ হৃদয়?
কোন মর্ষকামী ইবলিশ উচ্ছেদের ইচ্ছায়
একে একে খুলে নিচ্ছে পড়নের কাপড়!

প্রিয় স্বদেশ সুস্থতায় ফিরে এসো
পাপীদের নির্মূলে পুনরায় আওয়াজ তোলো
মুক্তিকামীর জয় হোক, অত্যাচারী নিপাত যাক
বিশুদ্ধতায় ভরে উঠুক তোমার চারপাশ।

4 thoughts on “প্রিয়_স্বদেশ

  1. মুক্তিকামীর জয় হোক, অত্যাচারী নিপাত যাক; বিশুদ্ধতায় ভরে উঠুক চারপাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।