অভিসার

ধূসর বিকেলে ধুলিমাখা মেঠোপথে
হাত ধরে হারিয়ে যাবো দূরে
অজানা কোনো গায়ে যাবো দু'জনে
পাখিরা হারায় যেমন নীল গগনে।

কত রাত আমি নির্ঘুম জেগেছি
আঁখি জলে তোমার ছবি এঁকেছি!
শয়নে ভেবেছি স্বপনে পেয়েছি
নিশীথের জাগরণে তোমায় হারিয়েছি।

হৃদয়ের ভাঁজে ভাঁজে লিখেছি কবিতা
নয়নের জলরঙে তোমার ছবি আঁকা
নীল ময়ূরীর পেখম মেলা নৃত্য খেলা
দুলবো দু’জন অরন্যের ঝুলনা।

যে কথাটি মনে রেখেছি জমিয়ে
শুনবে কি তুমি নিশীথে গোপনে?
ছুঁয়ে যাবে হৃদয়ের নীল বন্দরে
প্রণয়ের লেনাদেনা গোপন অভিসারে।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

6 thoughts on “অভিসার

    1. নিরন্তর ভালোবাসা জানবেন প্রিয়মুরুব্বি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif      

  1. কত রাত আমি নির্ঘুম জেগেছি
    আঁখি জলে তোমার ছবি এঁকেছি!
    শয়নে ভেবেছি স্বপনে পেয়েছি
    নিশীথের জাগরণে তোমায় হারিয়েছি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. বেশ ছন্দময় এক ভাবনার ছবি এঁকে গেলেন কবি দা

    1. গুনীজনের মন্তব্য পেলাম; আপ্লূত হলাম। ধন্যবাদ      

মন্তব্য প্রধান বন্ধ আছে।