সমার্থক সন্ধ্যার ঘ্রাণ

আমার গান লেখার খাতায় লেগে আছে সেই শিশিরের ঘ্রাণ,
শীতে, হাতে তুলে দিয়ে তুমি বলেছিলে, রাখো যতনে
গ্রীষ্মে কাজে দেবে, যখন তৃষ্ণারা আসবে কাছে,
যখন একাকী দুপুর কোনো সাথী খুঁজে
এই পাবলিক লাইব্রেরীর বারান্দায় রেখে যাবে ছায়া।

আমি সমার্থক সন্ধ্যার কাছে ধার চেয়েছি আগুন
কৃষ্ণপক্ষের চাঁদ বশ্যতা মানবে না জেনেও,
বলেছি তোমায় ভালোবাসি আলো-
আমাকে উপহার দাও বনেদি পাতাগুচ্ছ, দাও
ধূসর ফুলকলি, আবার পাঠক হই। শব্দভাঁজে
যে উষ্ণতা থাকে তাকে পুনরায় বরণ করি।

সমার্থক সবুজেরা আমার ডাক শুনেছে,
যারা অপেক্ষায় থাকার কথা ছিল
তারা কেবলই এঁকেছে বিয়োগ।

4 thoughts on “সমার্থক সন্ধ্যার ঘ্রাণ

  1. "সমার্থক সন্ধ্যার ঘ্রাণ।" যারা অপেক্ষায় থাকার কথা ছিল; তারা কেবলই এঁকেছে বিয়োগ।" শুভেচ্ছা প্রিয় কবি ফকির ইলিয়াস ভাই। অনেকদিন পর আপনার লিখা।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কেমন জানি এক রোসান্টিক মনে হচ্ছে কবি দা

  3. যারা অপেক্ষায় থাকার কথা ছিল

    তারা কেবলই এঁকেছে বিয়োগ।

    শুধু সবুজেরা আমার ডাক শুনেছে,

মন্তব্য প্রধান বন্ধ আছে।