যেখানে থাক ভাল থাক কবি

p232201

আজ শুধু আকাশ কাঁদছে-
বাতাস মৃদু শীতলতা বয়ছে!
একমুঠো কবির স্বাদ যেনো
সবুজ সমরায় শোকাহত- আর্তনাদ;
তারার পানে খোঁজেও পাব না আর
কবির কিছু কবিতার হাসি;

মনিল করে রাখল সমস্ত কবিতার আত্মা
কবি তুমি কখনো প্রভাতের সূর্য হতে
পার! আমি কিছুটা তাপ নিবো-
আমার কবিতার কিছুটা সুঘ্রাণ বইবে!

কবি! স্মৃতির বাাতায়নগুলো ভীষণ কষ্টদায়ক-
অথচ জানা হলো না অনুরাগীর রাগ-
তবুও কোন একসময় আবার আড্ডা হবে-
সমাচালোনার মুখর বয়ে যাবে-
কিছু কবিতার ফসল হেসে উঠবে-
শেষ অনুরোধ কবি, যেখানে থাক ভাল থাক কবি।

০৮কার্তিক ১৪২৬, ২৪ অক্টোবর ২০
————————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “যেখানে থাক ভাল থাক কবি

  1. যে ফুল না ফুটিতে…………
    অমর কবি শহীদ খাঁনের অকাল মহাপ্রয়াণে কবিতার আসর শোকস্তব্ধ।
    কবির শোকাহত পরিবারবর্গকে জানাই সমবেদনা।
    জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

    1. জ্বি প্রিয় কবি ভাণ্ডারী দা
      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন————–

  2. কবির বিদেহি আত্মার শান্তি কামনা-সহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা
      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন————–

  3. যেখানে থাক ভাল থাক কবি। কবি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।