পৃথিবীটা অনেক পুরনো আর বয়েসী
না থাক,
আমার একটা নীল আকাশ চাই
এক আকাশ নীল আমার হবে
সব মেঘ খুলে খুলে রেখে দেব
চোখের কাজল করে।
নক্ষত্র রাতের অন্ধকার মুছে দেবে
তখন চাঁদ আমার হবে,
চাঁদ বিহীন রাত কৃত্রিম আলোয় ডুবে যাবে
একদিন দিনের মৃত্যু হবে:
সন্ধ্যার অস্তমিত গোধূলি ঘোমটা খুলবে জোছনা
সবকিছু এলোমেলো,
শীতের পাতা ঝরার নিবিড় কষ্ট !
আমার একটা সখের নীল আকাশ চাই
আকাশ বুকে জেগে উঠবে তারুণ্যের
অবাধ নীল সমুদ্রের সবুজ ঢেউ ;
জলের আঁচড় কেটে কেটে অবাধ স্রোতে ঢেউ ভেঙে
সমুদ্র ক্লান্ত ভীষণ।
আমার একটা সখের নীল আকাশ চাই
আকাশ বুকে জেগে উঠবে তারুণ্যের
অবাধ নীল সমুদ্রের সবুজ ঢেউ।
F অপূর্ব কথার সমারোহ । মাশাআল্লাহ ।
অনবদ্য প্রকাশ কবি আপু