মাত্র লেখা তিনটি ছড়াঃ

Khokar

খোকার স্বপ্ন

আমন ধানে সুখ আনে
ছড়ায় মধুর হাসি
পিঠা-পুলি মায়ের বুলি
সবাই ভালোবাসি।
ধানের উপর প্রজাপতি
ঝুমুর ঝুমুর নাচে
সেই নাচনে শুকপাখিটা
আসে খোকার কাছে!
খোকার চোখে স্বপ্ন অনেক
ঝিঁঝিঁ ডাকা দিন
দেশকে যারা করল স্বাধীন
শোধিবে তাদের ঋণ!
———***

মেঘের বাড়ি

খোকা যাবে মেঘের বাড়ি
রাজ্য জুড়ে খবর
পাখপাখালি ওরাও যাবে
আয়োজনটা যবর!
দোয়েল পাখির শিস নিবে
ময়না পাখির সুর
তোমরা সবাই সংগী হবে
জাগবে যারা ভোর!
মেঘের বাড়ি গল্পের হাড়ি
গল্প দাদু থাকে
চকাচকির পুতুল খেলা
গুড়ুম গুড়ুম ডাকে!
———***

ঘাসফুল

ঘাসফুলটা একলা থাকে
কেমনে কাটে বেলা
মাঝে মাঝে মৌমাছিরা
এসে করে খেলা!
মানুষ যেমন হাসতে হাসতে
বন্ধুকে দেয় ধোকা
মৌমাছিরাও বারেবারে
বানিয়ে যায় বোকা!
উড়ে এসে জুড়ে বসে
মধু খাওয়ার ছল
মানুষ রুপী অমানুষেরা
কবে মানুষ হবে বল?

6 thoughts on “মাত্র লেখা তিনটি ছড়াঃ

  1. পদ্য লিখা পড়লে মন মগজ দুটোই অসাধারণ এক শান্তিতে পূর্ণ থাকে। শুভেচ্ছা কবি। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।