স্বপ্নঘুম ভেজে যায়

golpo-1

এক মুঠো স্বপ্ন হেঁটেই চলছে রাতদুপুর-
দাঁড়াবার সময় নাই বুঝি আর- কি অদ্ভুত
সম্পর্কের লেশমাত্র নাই- অথচ দিনদুপুরে
খেলা করে এক নাক পৌষের ঘ্রাণ ছড়ানো স্বপ্ন;

আফসোস অশ্রুজল গড়িয়ে গড়িয়ে পুকুর হলো
সেই বিলটা শুকে গেছে নতুন প্রজন্মের বস বাস-
এক রাত স্বপ্ন বলে কথা- নিয়তির কি বা দোষ
চাঁদ উঠে পূর্ণিমা ঝরে কিন্তু সেই গ্রাম বাংলার
ঋতু চক্রের ঘুম পাড়ানোর নেশায়

অতঃপর স্বপ্ন খেলার রাত কোন দোষ নাই-
শাসন নেই- বারন নেই- কানামাছির দুরন্তপনাটাও নেই-
শুধু ঘুমের রাত্রিতে সবই আছে কষ্ট বিরল জেগে
জেগে, স্বপ্নঘুম ভেজে যায়!

০৯ অগ্রহায়ণ ১৪২৬, ২৪ নভেম্বর ২০
———————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “স্বপ্নঘুম ভেজে যায়

  1. নিয়তির কি বা দোষ …
    চাঁদ উঠে পূর্ণিমা ঝরে; সেই গ্রাম বাংলার
    ঋতু চক্রের ঘুম পাড়ানোর নেশায় ___ স্বপ্ন বলে কথা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।