শীতের সকালটা

default-6

কুয়াশা ভারি পৌষের মাতাল শীতটা-
কি লজ্জা গায়ের পারে শীত- শীত শুধু
মাঘের হাড় কাঁপানোর অপেক্ষা!
একটা উষ্ণ চাদর ছিল তাও ছিনিয়ে নিল
খানিকটা দীর্ঘশ্বাস নাক কিংবা মুখটা;

অথচ সুন্দর চেহেরা নয় তো টাকাপয়সার
তরে হারিয়ে গেলো কতখানি শীত- শীতটা
কি হবে এখন চোখ খুল চেয়ে দেখো-
বছর ঘুরে ষড়যন্ত্র- দেহে বসানো মাটির মন্ত্র!
এভাবেই কাটবে বুঝি শীতের সকালটা।

০৮ পৌষ ১৪২৬, ২৩ ডিসেম্বর ২০
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “শীতের সকালটা

    1. জ্বি সুন্দর মন্তম্য করার জন্য অশেষ ধন্যবাদ মুরুব্বী দা 

    1. জ্বি সুন্দর মন্তম্য করার জন্য অশেষ ধন্যবাদ মহী দা

  1. ভালো লিখেছেন, দাদা। তবে আমরা জীবিকার টানে শহুরে বাড়ির উঠোনে শীতের সোনালী রোদের ছায়াও পাই না। রোদ পেতে হলে খোলা মাঠে যেতে হয়। নয়তো নেই! 

    শুভকামনা থাকলো দাদা। 

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা
      কবিতা ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।