দূরদর্শী চোখ

cover (1)

দূরদর্শী চোখের সীমানায় চঞ্চলকর
অদ্ভুত কিছু দৃশ্যপট! ভাবনার গহীনে
অদৃশ্য আফসোস ঘিরা বট; নীবর কষ্টতে
ছায়া পুড়ি- মলিনকরা পূর্ণিমা রাত অথচ
সুখেরা অম্লান কোন রাস্তার মোড় কিংবা

অহংকারের শহরতলি! মন হিংসার ঘাট;
তবুও মৃদূলকরা সোনালি রোদের ঝলক
আঁখি পল্লবে রাতপোহান স্বপ্ন ডাঙ্গার ঘর
অতঃপর দূরদর্শীর মেঠোপথে এক সুখের
ছবি করেছো প্রচ্ছদপট- অদৃশ্যেই ছায়া বট।

২০ পৌষ ১৪২৬, ০৪ জানুয়ারি ২১
————————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “দূরদর্শী চোখ

  1. আবার কবিতার শাব্দিক প্রকাশ খুব কঠিন হয়ে যাচ্ছে বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। :)  শুভেচ্ছা জানবেন। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা

      সঠিক বলেছেন অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

  2. দাদা, কবিতায় দিনদিন কঠিন থেকে কঠিনতর শব্দ যোগ হচ্ছে। যা আপনার কবিতার সবদিকই বদলে যাচ্ছে। এই কবিতাটাও কিন্তু দারুণ হয়েছে, দাদা। 

    শুভকামনা থাকলো। 

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা

      সঠিক বলেছেন একটু ভাবনাবিষয় কবিতা এরকমী হবে

      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।