কবিতা

Kobita1

এক.
চিঠির বুকে ক্ষত করে জমিয়ে রাখো
তোমার সুখ দুঃখের কথা
অথচ, হলুদ খাম’ই জানে তারও আছে
হাজার খানেক দুঃখ ব্যথা।।
স্বীকারোক্তি,

দুই.
তোমার দেয়া পুরনো চিঠিগুলো আজ পুরনো কবর !
বুকের উপর জমে গেছে ধুলোর আস্তরণ।
আছে পোস্ট অফিস নেই দুস্তর লেফাফা
তবুও অপেক্ষায় থাকি কোনোদিন আসবে ডাক পিয়ন।
প্রতীক্ষা।

2 thoughts on “কবিতা

  1. আপনার কবিতার সৌন্দর্য্য স্বতন্ত্র। অভিনন্দন কবি পথিক সুজন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।