মাংস নেই বললেই চলে, হাড্ডি আর চামড়ায় আমি
কুঁচকানো জামা পরিধান আমার স্বভাব
পথের ধারে সস্তা দোকানে খাওয়ার অভ্যেস
পকেট থাকে প্রায় ফাঁকা; নেই সময়ের অভাব
তাই দূরত্বেও হেঁটে যাই, ধূলাবালি গায়
ভালবাসবে আমায়??
চেহারাটা কন্দর্প, দেখতে শ্রী নয়তো বেশ।
অনিয়মের পঞ্চখানা আমাতে আমি; থাকে না হুঁশ
কারো দৃষ্টিতে পাগল আমি; আবার কারো সর্বনাশ
তোমায় নিয়ে স্বপ্ন বুনি যদিও পাপ, কি করি বল
রাত-বিরাতে চাঁদের জ্বোৎস্না হয়ে থাকো আমার পাশে!
পূর্ণিমা দেখার মত আমার পানে হবে আনমনা?
চুলগুলো প্রায় আউলা-ঝাউলা, দাঁত কালচে
বিড়ির নেশা অনেক, সিগেরেট ক্রয়ে নেই পয়সা
মাঝে মাঝে বন্ধুদের দেওয়া অর্ধেকটাই টান দিয়ে ভাব
এই আমার বাউন্ডুলে জীবন। তবুও তোমার নেশায়
অজানা গন্তব্যে হেঁটে চলা, কালো রাতের সঙী হবে?
যাপিত জীবনের গল্প উঠে এসেছে লিখাটিতে। দারুণ প্রকাশ।
চমৎকার কবি দা
বাস্তবতার প্রতিফলন লেখায়। ভালো লাগা ও ভালোবাসা, কবিতা ও কবির প্রতি।