সঙী হবে

061632947

মাংস নেই বললেই চলে, হাড্ডি আর চামড়ায় আমি
কুঁচকানো জামা পরিধান আমার স্বভাব
পথের ধারে সস্তা দোকানে খাওয়ার অভ্যেস
পকেট থাকে প্রায় ফাঁকা; নেই সময়ের অভাব
তাই দূরত্বেও হেঁটে যাই, ধূলাবালি গায়
ভালবাসবে আমায়??

চেহারাটা কন্দর্প, দেখতে শ্রী নয়তো বেশ।
অনিয়মের পঞ্চখানা আমাতে আমি; থাকে না হুঁশ
কারো দৃষ্টিতে পাগল আমি; আবার কারো সর্বনাশ
তোমায় নিয়ে স্বপ্ন বুনি যদিও পাপ, কি করি বল
রাত-বিরাতে চাঁদের জ্বোৎস্না হয়ে থাকো আমার পাশে!
পূর্ণিমা দেখার মত আমার পানে হবে আনমনা?

চুলগুলো প্রায় আউলা-ঝাউলা, দাঁত কালচে
বিড়ির নেশা অনেক, সিগেরেট ক্রয়ে নেই পয়সা
মাঝে মাঝে বন্ধুদের দেওয়া অর্ধেকটাই টান দিয়ে ভাব
এই আমার বাউন্ডুলে জীবন। তবুও তোমার নেশায়
অজানা গন্তব্যে হেঁটে চলা, কালো রাতের সঙী হবে?

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

3 thoughts on “সঙী হবে

  1. যাপিত জীবনের গল্প উঠে এসেছে লিখাটিতে। দারুণ প্রকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বাস্তবতার প্রতিফলন লেখায়। ভালো লাগা ও ভালোবাসা, কবিতা ও কবির প্রতি। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।