কাম্য পৃথিবী

খুন সংঘাত রাহাজানি দিয়ে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম শান্তিপূর্ণ পৃথিবী।

পরশ্রীকাতর মানুষ দিয়ে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম অহিংসা পৃথিবী।

লোভ লালসার মানুষ দিয়ে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম নির্লোভ পৃথিবী।

মেশিনগান, বোমা ও তেজস্ক্রিয় পদার্থে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম এগুলো মুক্ত পৃথিবী।

আমিত্ব আর আত্মা অহংকার মানুষে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম এর বিপরীত পৃথিবী।

জরাগ্রস্ত ও রোগাক্রান্ত মানুষে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম আরোগ্যপূর্ণ পৃথিবী।

উঞ্ছবৃত্তি ও বুভুক্ষু মানুষে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম সাহায্য সহযোগিতার পৃথিবী।

যুদ্ধ বিগ্রহ বিপ্লবে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম ভালোবাসায় ডুবন্ত পৃথিবী।

দূষণ ও গ্যাসীয় পদার্থে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম নির্মল বাসযোগ্য পৃথিবী।

প্রতারক ও প্রতারণায় ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম আশাপূর্ণ পৃথিবী।

কর্মবিমুখ মানুষে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম কর্মমুখী পৃথিবী।

সাম্প্রদায়িক সম্প্রতিতে ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম অসাম্প্রদায়িক চিন্তাধারার পৃথিবী।

ধর্ষক আর ধর্ষিতায় ভরা
এমন পৃথিবী তো আমি চাইনি,
তাহলে তোমার কেমন পৃথিবী চাই
আমি তো চেয়েছিলাম নর নারীর সাম্যের পৃথিবী।

রচনাকালঃ
১০/০৮/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “কাম্য পৃথিবী

    1. শুভকামনা রইল সতত প্রিয় 

      ভালো লাগল মন্তব্য পেয়ে 

      শুভকামনা 

  1. আপনি ভালো কবিতা লিখতে পারেন। ছন্দ ও মাত্রা দিয়ে পদ্য একটু কঠিন মনে হয়। 

  2. 'আমিত্ব আর আত্মা অহংকার মানুষে ভরা
    এমন পৃথিবী তো আমি চাইনি,
    তাহলে তোমার কেমন পৃথিবী চাই
    আমি তো চেয়েছিলাম এর বিপরীত পৃথিবী। '

    দূষণ আর দুষ্ট মানসিকতাহীন এক সবুজ পৃথিবী চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. অতুলনীয় মন্তব্য করেছেন প্রিয় কবি 

    তার জন্য অশেষ ধন্যবাদ জানায় 

    শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।