দুঃস্বপ্ন

bad-drea

তুমি নীল আকাশ হয়ে এসেছিলে আমার জীবনে
আমি হয়ে গেছি ফ‍্যাকাশে বিবর্ণ, নিঃস্ব
সেই নীলের দহনে__
আজ ও হৃদয়ের ক্ষতে দক্ষিণা জানালায়,
এলোমেলো হাওয়া বহে
নীল নক্ষত্রের আলো ছায়ায়
স্বপ্নরা নিমগ্ন ;
গোলাপ কুঁড়িরা
ফোঁটেনি তখনো

অথচ চারিদিকে সৌরভে মাতোয়ারা
তোমার জন্য–
শুধু তোমার জন্য…
তবে কি আমিই তোমার
দুঃস্বপ্ন ?

গভীর রাত্রে ফুটেছে দুঃস্বপ্নের কুঁড়ি থেকে থোকা থোকা হাসনাহেনা,
তাই কি
বড় অভিমানে ভরেছে তোমার নিকানো আঙিনা
বুকের কষ্ট গুলো শিশির হয়ে ঝরছে
আমার ভালোবাসা এতোটুকু স্পর্শ করেনি তোমাকে …

তুমি দূরে সরে যেতে যেতে
দুঃস্বপ্নের অনলে কেবলই আমার ভালোবাসা মাড়িয়ে গেছ
দু’চোখ পায়ে !
স্বপ্নরা কেঁদেছে ব্যাকুল চিত্তে
সত‍্য কি ?
না, এখানে সবটুকুই কাল্পনিক!

3 thoughts on “দুঃস্বপ্ন

  1. আজ ও হৃদয়ের ক্ষতে দক্ষিণা জানালায়,
    এলোমেলো হাওয়া বহে
    নীল নক্ষত্রের আলো ছায়ায়
    স্বপ্নরা নিমগ্ন ; গোলাপ কুঁড়িরা ফোঁটেনি তখনো।
    ___ সুন্দর উপমা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।