ফেলেআসা সময় কিংবা প্রেম

86301_o

তারপরে…
বিবর্তনবাদ খুবলে খেয়ে যায়
উড়তে থাকা অনুভুতির পাখনা;
মুখ থুবড়ে পড়ে থাকা শরীর
হারায় উষ্ণতা,
মগজের কোষে যাদুমন্ত্র গুলো
নিজেকে জাগাতে নির্ভরতা ছোঁয়া খোঁজে নাগপাশে,
আর আমি তুমি কিংবা আমরা মানসিকতাকে দ্বায় চাপিয়ে
দাবা খেলার দায়িত্ব থেকে মুক্তি নেই।
তারপরে…..
কেউ চলে গেলে পিপাসায় জেগে উঠি মাঝরাতে,
পাশের বালিশে রেখে যাওয়া শারীরিক গন্ধে
স্মৃতিগুলো নীরবে জেগে ওঠে।
চলে গেলে অভ্যাস হয়ে যাওয়া কলিংবেলটায়
বেখেয়ালে চাপ পড়ে যায়, তালাবদ্ধ দরজায়।
চলে গেলে চাবিরতোড়ায়
পকেট ভারী হয়ে যায়
হৃদয়ের মত।
তারপরে……..
দূরে বহুদূরে
ভালোবাসাবাসির অবক্ষয়ের জেগে থাকে রেশ
আমিও জেনেছি বহুগামী মন
দৃষ্টির দাবানলে স্মৃতি গুলো ভুলে যায় বেশ।
=========================== ♥♥

3 thoughts on “ফেলেআসা সময় কিংবা প্রেম

  1. নিজেকে জাগাতে নির্ভরতা ছোঁয়া খোঁজে নাগপাশে,
    আর আমি তুমি কিংবা আমরা মানসিকতাকে দ্বায় চাপিয়ে
    দাবা খেলার দায়িত্ব থেকে মুক্তি নেই। ____ অসামান্য কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।