এখন বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর কথা
এখন হাতে হাত ধরে টেনে তোলার কথা
এখন তাদের কান্নায় হাউমাউ করে কান্নার কথা
তাদের বেদনায় বেদনার্ত হওয়ার কথা।
এখন মানুষের পাশে যাওয়া বারণ
এখন মানুষ থেকে ছয় ফুট দূরত্বে থাকতে হয়
এখন শুধুই গোমর কান্না
এখন বেদনায় নীল হয়ে বসে থাকা।
এখন সময় মানুষের নয়
এখন মানুষ সময়ের নয়।
অদৃশ্য ঘাতক মানুষ মেরে ফেলছে
মানুষের চোখের সামনে মানুষ মরে যাচ্ছে
মানুষ আজ অসহায়
মানুষ আজ অসহায়।
2 thoughts on “লিখে_রাখি_করোনাকাল_৪৮”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এখন সময় মানুষের নয়; এখন মানুষ সময়ের নয়।
মানুষ আজ অসহায়; মানুষ আজ অসহায়।
অনন্য লিখনশৈলী!