প্রিয়তমা

জীবন থেকে বাজবে যেদিন বিদায় বেলার বাশি,
সেদিনো বলবো আমি, তোমায় ভালোবাসি।
সেদিন তুমি খুঁজবে আমায়,খুঁজবে আমার হাসি,
দূর পরপার থেকে বলবো সেদিন
তোমায় ভালোবাসি।
হয়তো সেদিন পাবেনা তুমি দেখতে আমায়,
পারবেনা আর ডাকতে।
অন্তর মাঝে থাকবো আমি,
তোমার প্রতি মুহূর্তে।
রেখে দিও প্রিয়তমা,
আমার শেষ বানী,
জানি ভুলবেনা তুমি,
শুধু হারিয়ে যাবো আমি।

4 thoughts on “প্রিয়তমা


  1. কবিতায় সিক্ত হলাম কবি মি. আপন।

    শব্দনীড়ে আপনাকে স্বাগতম। নিয়মিত লিখুন এবং আপনার সহ-ব্লগারদেরকেও তাঁদের লিখায় আপনার মতামত দিয়ে উৎসাহিত করবেন এটাই প্রত্যাশা থাকবে। পাশাপাশি লিখাটির লিংক আপনার এফবি'র ওয়ালে শেয়ার দিয়ে বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেবেন। ভালো লাগবে। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।