অসুখ

এই যে আমার কেমন কেমন লাগে
ভীষণ রকম একা একা।
এই যে আপনি ছাড়া এক আকাশ বিষাদ বুকের ভিতর।
বিষণ্ন অনুভব, ভালো লাগে না কিছুই।
জানেন তো —
ভালোবাসা শিখিয়ে ভালোবাসি না বলাটায়
একরকম অহংকারত্ববোধ থাকে।
আর ভালো থাকতে চেয়ে ভালো না থাকাটায়
একরকম অসহায়ত্ববোধ থাকে।
মাঝে মাঝে মনে হয় কি জানেন -?
আপনাকে ছাড়া
ভালো না থাকা, ভালো না লাগাও একটা অসুখ !

.
কাব্যগন্থ – ফেরিওয়ালা।

1 thought on “অসুখ

  1. জানেন তো —
    ভালোবাসা শিখিয়ে ভালোবাসি না বলাটায়
    একরকম অহংকারত্ববোধ থাকে। ___ অসাধারন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।