পুনরায় শূণ্য থেকে শুরু

148747669_10165

শেষ হতে হতেও আচমকাই পূর্ণ হয়ে গেল
চল্লিশ বছরের নারী জীবন।
বুভুক্ষু এ হৃদয়ে হঠাৎই তোমার আবির্ভাব;
যেন পূর্ণজন্ম হলো আমার।
কষ্টিপাথরে ঘেরা শুষ্ক ভূমিতে
ক্রমশ ঝরণা বইছে এখন।

আমার লাজ লজ্জা আভরণ
সবই , তোমার হাতে সমর্পিত।
তোমার এক জোড়া চোখ
যেখানে ডুব দিতেই ঘুরে আসতে পারি
সমগ্র বঙ্গোপসাগর।
একটুখানি উষ্ম আলিঙ্গন ভাসিয়ে নিয়ে যায়
অস্তিত্বের শেষ সীমানায়।

তুমি কি হারিয়েছ অথবা পেয়েছ জানিনা।
তবে আমি যা হারিয়েছি;
পাওয়ার আনন্দ ভাসিয়ে দিয়েছে
অশ্রুভেজা জলে।।

3 thoughts on “পুনরায় শূণ্য থেকে শুরু

  1. তবে হোক শুরু আবার। 

    শুভ কামনা আপনার জন্য।  

     

    কবিতা ভালো লেগেছে।  

  2. তুমি কি হারিয়েছ অথবা পেয়েছ জানিনা।
    তবে আমি যা হারিয়েছি;
    পাওয়ার আনন্দ ভাসিয়ে দিয়েছে
    অশ্রুভেজা জলে।

    ___ সার্থক কবিতা। অভিনন্দন প্রিয় কবি রোদেলা নীলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।