জীবন তো একটাই
কবিতার উষ্ণ ওমেই বাঁচি,
মরলেও কবিতাই জড়িয়ে
তোমাদের বলবো বাই –
কবিতাই যাবে সহপথিক,
মানুষ ভালো থেকো …
4 thoughts on “দহন ৬”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
জীবন তো একটাই
কবিতার উষ্ণ ওমেই বাঁচি,
মরলেও কবিতাই জড়িয়ে
তোমাদের বলবো বাই –
কবিতাই যাবে সহপথিক,
মানুষ ভালো থেকো …
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছায় অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। চলুক ধারাবাহিক।
পড়ে অনেক ভালো লাগলো৷ দারুণ
"মানুষ ভালো থেকো …'
পৃথিবীর সবাই ভালো থাকুক!
ভালো লাগলো।