নগ্ন আকাশ দেখি দ্বিতীয় আভায়। প্রাচীন পতঙ্গগুলো গোল
হয়ে তাকাচ্ছে সেই নগ্নতার দিকে। আমি দর্শক নই, তবু
উঁকি দিয়ে দেখি, কারা এসে মিলিত হয়েছে এই আশ্রম
সীমানায়। কীভাবে লিখিত হচ্ছে বিশ্রামের তন্দ্রানিয়মাবলী।
আরো এসেছেন দেখতে যারা, তারা সবাই বিশিষ্ট নাট্যজন।
নীড় নিয়ে খেলা করাই কাজ তাদের। কখনও হাসিয়ে যান।
কখনও কাঁদার দরজা উন্মুক্ত করে দেন অবারিত হাতে।
তাদেরকেও দেখে নিয়ে আমি, নেমে যাই চর্যাপদ কুড়াতে।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ দিন।
শব্দনীড়ে নাট্যনীড় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন, শ্রদ্ধেয় কবি।