সবুজ ফসলের মাঠে ছড়িয়ে আছে
অবারিত সুখ-হাসি-কান্না
যেন চাষীর ঘাম-ঝরানো মহাকাব্য।
মাটির সাথেই গভীর সখ্যতা
বাংলার প্রতিটি চাষীর।
ওরা বোঝে- মাটির হাসি-কান্না
সারাটি জীবন প্রিয় মাটিকে-ই
ভালবেসে।
বাংলার মানুষের শরীর হতে
মাটির ঘ্রাণ ভেসে আসে।
মনোমুগ্ধকর লেখনী।
বাহ সুন্দর
লিখাটি ভালো হয়েছে। প্রাণঢালা শুভেচ্ছা প্রিয় কবি। ভালো থাকুন ভালো রাখুন।