মাটির ঘ্রাণ

সবুজ ফসলের মাঠে ছড়িয়ে আছে
অবারিত সুখ-হাসি-কান্না
যেন চাষীর ঘাম-ঝরানো মহাকাব্য।

মাটির সাথেই গভীর সখ্যতা
বাংলার প্রতিটি চাষীর।
ওরা বোঝে- মাটির হাসি-কান্না
সারাটি জীবন প্রিয় মাটিকে-ই
ভালবেসে।

বাংলার মানুষের শরীর হতে
মাটির ঘ্রাণ ভেসে আসে।

3 thoughts on “মাটির ঘ্রাণ

  1. লিখাটি ভালো হয়েছে। প্রাণঢালা শুভেচ্ছা প্রিয় কবি। ভালো থাকুন ভালো রাখুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।