পিঠ মন্ত্র নাই

futfuitta

প্রণয় মনে- পিঠ মন্ত্র নাই
গন্ধ পলাশ মাটি খুঁজতে চাই-
নয়ন বাঁকে সরিষা মাঠ মৌমাছি উড়ে
মেঘ সাদা- রঙিন শুধু বাগিচা
প্রণয় মনে- মিঠ মন্ত্র নাই।

নিশি চুরি আকাশ জুড়ে তারা
পেঁচা কালার মনে দলছুট মায়া-
ফর্সার গায়ে চাঁদ পুড়া কায়া
তবুও সোনালি চিল উড়া- উড়া
প্রণয় মনে- পিঠ মন্ত্র নাই।

কেমন করে ছুঁইলে তুমি
ঝরে গেলো ফুল পাপড়ি-
কি দিল স্বার্থের দাম কষ্ট আগুন
বুঝলে না রঙমাখা ফাল্গুন
কোথায় রাখলে শান্ত্র কানাই-
শুধু পিঠ মন্ত্র নাই।

০৯ ফাল্গুন ১৪২৬, ২২ ফেব্রুয়ারি ২১
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “পিঠ মন্ত্র নাই

  1. 'ফর্সার গায়ে চাঁদ পুড়া কায়া
    তবুও সোনালি চিল উড়া- উড়া
    প্রণয় মনে- পিঠ মন্ত্র নাই।' ____ সার্থক অনুভব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।