কান্দে কান্দে কান্দে গাছের পাতা
জানল না মন পুষির ব্যথা
ঝরে ঝরে ঝরে যমুনার জল
বুঝল না বালুচর জাগার ছল
মাটির উপর ফুটে ঘাসফুল
গন্ধে করে আকুল;
তবুও আকাশে মেঘ কুয়াশা
অঝোর বৃষ্টিতে ধরে কে ছাতা।
রাতদুপুর কষ্ট ভাসে
ভাসে নানান রঙের কায়া-
চাঁদের হাসি তার জগত ফাঁকি
ঝলছে উঠে তারা
দুহাতে করে কে দোয়া
সজলচোখে মায়া
জগতসংসার তেমনী থাকে
গাছের নাই ছায়া।
২১ ফাল্গুন ১৪২৬, ০৬ মার্চ ২১
———————————-
R চমৎকার লিখেছেন । ভালো লাগলো ।
অশেষ ধন্যবাদ কবি মহী দা
আমাদের জীবনের গল্প কবিতায় উঠে এসেছে। শুভেচ্ছা সহ অভিনন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার।
জ্বি মুরুব্বী দা প্রেরণা পেলাম
ধন্যবাদ ভাল থাকবেন——