রাতের আকাশ ছিল কান্না ভেজা
হিম ঝরা বাতাসে জড়ানো বিষণ্ণতা
অলস মেঘের আড়ালে এক ফালি চাঁদ,
ভাবনার বিষাদ চোখে
আমার মনের খাঁচার অচিন পাখি হয়েছিলো উন্মাদ!
জানালার কার্নিশে এক সংসার জালালি কবুতর
উর্বার গুঞ্জরনে মেতে থাকে নিরন্তর
তুচ্ছ সব দুঃখ বিলাস;
বুক পেতে বরণ করে জীবনের আমূল নির্যাস।
শিশির ভেজা দূর্বাঘাসে উদিত হয় রক্তিম সকাল
নির্ঘুম চোখে ক্লান্তির ছোপ, অন্তিম স্বপ্নের অভিলাষ
তুমি আসোনি ছোঁয়াতে দু’চরণ
ঊষার আকাশে তখনো লুকানো কান্না ছেড়েছে দীর্ঘশ্বাস!
অনেক কষ্ট সয়ে শুরু হয় দিনের চলা
অনেক কষ্ট রয়ে যায় বুকের আগলে, ভীরু মন
ডুবে থাকে শঙ্খনীলে; প্রাণের উপত্যকায় ভিড় জমায়
প্রাণঘাতী অগুনতি দস্যুরা…..
ভীরু মন ডুবে থাকে শঙ্খনীলে; প্রাণের উপত্যকায় ভিড় জমায় প্রাণঘাতী অগুনতি দস্যুরা।
চমৎকার লিখেছেন…
চমৎকার লিখেছেন।
খুব সুন্দর কবি দা
খুব সুন্দর অনুভব কবি দা