কখনও –
মধ্য রাতে হঠাৎ যদি
একলা বড় লাগে
তোমাকে নিয়ে সুখের স্বপ্ন
আঁকতে ইচ্ছে করে।
তখন –
তুমি কি বলো আসবে হেসে
কাছে এসে বসবে পাশে,
আসবে কি তুমি পরীর বেশে
ধরবে জড়িয়ে ভালোবেসে!
তবে –
মধ্যরাতে উঠবে সূর্য
আমার আকাশ জুড়ে
দুঃখের মেঘ সরে এবার
সুখেরা বেড়াবে উড়ে।
তারপর –
তুমি আমি গল্পে হবো মশগুল
রাত দিব্যি যাবে কেটে,
স্বস্তির নিঃশ্বাসে প্রাণ জুড়োবে
আর প্রেম হবে অকপটে।
বেশ অনুভূতির প্রকাশ কবি
অনেক ধন্যবাদ কবি।
শুভেচ্ছা নিন
বেশ কিছুদিনের বিরতির পর পুনরায় আপনার লিখার দ্যাখা পেলাম প্রিয় মহাশয়।
অনেক ধন্যবাদ মুরুব্বী সাহেব।
নিয়মিত হওয়ার চেষ্টা করবো।
শুভেচ্ছা
অসাধারণ লেখা চমৎকার প্রকাশ।
অনেক ধন্যবাদ প্রিয় কবি।
শুভেচ্ছা নিন
তবে প্রেম হোক অকপটে।
শুভ কামনা আপনার জন্য।
অনেক ধন্যবাদ কবি।
শুভেচ্ছা