মহাশয় ম্যাডাম

love_drawing_romantic_couple_icon_classical_design_6833847

মহাশয়:
তুই যে আমার ভালোবাসা
আমার স্বপ্ন আশা,
তুই যে আমার পূর্ণিমার চাঁদ
শীতের প্রিয় কুয়াশা।
তুই যে আমার হাতের ঘড়ি
সব সময়ের সঙ্গী
তুই যে আমার শার্টের বোতাম
জড়িয়ে আছিস অঙ্গাঙ্গী।

ম্যাডাম:
তুই যে আমার মেঘ বৃষ্টি
দুঃখ করিস দূর,
তুই যে আমার রাতের ঘুম
আমার গানের সুর।
তুই যে আমার নাকছাবি
আমার কানের দুল,
তুই যে আমার চোখের কাজল
আমার খোঁপার ফুল।

মহাশয়:
তোকে পেয়ে বুঝেছি আমি
ভালোবাসা কী
এমন অদ্ভুত অনুভূতি
কখনও হয়নি।
তোকে নিয়ে কত প্লানিং
হিসেব কষি রোজ,
তোর সাথে কাটাবো জীবন
তুই প্রতিদিন নওরোজ।

ম্যাডাম:
তোকে পেয়ে সব পেয়েছি
তুই জান্নাতের সুগন্ধি,
তোকে একবার দেখার জন্য
কত করি ফন্দি।
তোর নরম বুকে মাথা রেখে
ছাড়বো শেষ নিঃশ্বাস,
তোর সঙ্গে থাকবো সুখে
যদিও হয় বনবাস।

মহাশয়:
তুই যে আমার ব্যাথার ওষুধ
অভাবের দিনের সম্বল
তুই যে আমার শক্তি সাহস
তোকে ছাড়া আমি দুর্বল।
তুই আমার ঈদের রাত
ছুটির দিনগুলো
তুই হতাশার অন্ধকারের
এক টুকরো আলো।

ম্যাডাম:
তুই যে আমার ভেজা চুল
শীতের দিনের রৌদ্দুর,
তুই যে আমার শাড়ির আঁচল
ভালোবাসার সমুদ্দুর।
তুই যে আমার রোদ চশমা
ঠোঁটের মিষ্টি হাসি
তুই যে আমার প্রিয় মহাশয়
সুখ শান্তির গ্যালাক্সি।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

2 thoughts on “মহাশয় ম্যাডাম

  1. শব্দ মিলের কবিতায় আমি সব চাইতে বেশী স্বাচ্ছন্দ বোধ করি। দারুণ প্রিয় মহাশয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক ধন্যবাদ প্রিয় মুরুব্বী ভাই।

      ভালোবাসা ও শুভেচ্ছা নিন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।