রূপান্তরিত লাশ

পৃথিবী এক ফাঁদ চক্র- কারো মুক্তি নেই। মৃত্যু কিছু নয়, রূপান্তর প্রণালীসম্মত বিজ্ঞান। প্রতিটি জন্ম পৃথিবীকে মুখর করে, মৃত্যু উর্বর করে। শরীরের সব রস শুষে পুষ্ট হয় মৃত্তিকার প্রাণ, বেড়ে ওঠে বৃক্ষ, পুষ্পে ও পত্রে, শস্যে শস্যে।

মাটির রস বাষ্প হয়, মিশে হাওয়ায় হাওয়ায়। আকাশে জমে মেঘ- মেঘে মেঘে গর্জায় বজ্রসর্প, বৃষ্টি ঝরে টাপুর টুপুর, বৃষ্টি ঝরে ইলশেগুঁড়ি, বৃষ্টি ঝরে মুষলধারায়- নদী ও সমুদ্রে, ঢেউ হতে ঢেউয়ে, সমতল হতে পাহাড়ে পাহাডে। বৃষ্টিতে অঙ্কুরিত শ্যামলে সবুজ। বর্ষণে উদ্দীপিত স্রোতে প্লাবিত ভূমি- পললে পললে শস্যের সুপ্ত উদ্ভাস।

ফাঁদ চক্রে বন্দী মানুষ আত্নায় শোনে আকাশের ডাক, সমুদ্রের আহ্বান, শস্যের গান, অনুভব করে নদীর চোরাটান ও নক্ষত্রের সুর- মূলত এসব নিয়েই মানুষ।

প্রিয় রাপুনজেল, এসব কথা থাক, তোমার চুলের উজ্জ্বলতায় যে হাওয়া দোল খায়, সবুজ পাতায় মর্মরিত হয়, ভোরের প্রথম আলোয় শিশিরের বিষন্নতা নিয়ে জেগে ওঠে ঘাস, জেনো ওতে মিশে আছি আমি, আমার সকল জন্মের রূপান্তরিত লাশ।

#অকবিতা

3 thoughts on “রূপান্তরিত লাশ

  1. আপনার হাতে প্রত্যেকটি লিখাই অসাধারণ হয়ে উঠে আসে স্যার। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।