একটা মিছিল হবে

একটা মিছিল হবে রাজপথে আবার
দাবি নিয়ে মানুষের অধিকার
ভাতের অধিকার ;কথা বলার অধিকার
নিরাপদে চলার,বেঁচে থাকার অধিকার।

একটা  মিছিল হবে রাজপথে আবার
যে মিছিলের অগ্রভাগে থাকবে
সালাম বরকত রফিক জব্বার
একটা  মিছিল হবে রাজপথে আবার।

এ মিছিল নয় কোন ব্যক্তিস্বার্থের পয়গাম 
এ মিছিল মানুষের অধিকারের সংগ্রাম।
আকাশ বাতাস প্রকম্পিত স্লোগানে 
পিচ ঢালা পথ হবে রঞ্জিত শহীদের লালে
একটা মিছিল হবে রাজপথে আবার
বায়ান্নর চেতনা ফিরে আসবে বারবার।

সেই মিছিল ছড়িয়ে যাবে সবখানে
ছড়িয়ে যাবে মাঠে ঘাটে বন্দরে
নারী পুরুষ মুখরিত স্লোগানে
ছড়িয়ে যাবে টিভি মিডিয়া ফেসবুকে।
আকাশের নক্ষত্রগুলো অবাক চেয়ে রইবে
বেদনার রং মুছে দক্ষিণা মলয় বইবে
নিশীথের আঁধার ভেদি ফুটিয়ে স্বর্ণকমল
আসবে সুদিন দেশ হাসবে ঝলমল।

পূর্ব দিগন্তে উঠবে রক্তিম রবি
গ্লানি ভুলে আঁকবে লাল সবুজের ছবি।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

4 thoughts on “একটা মিছিল হবে

  1. বেদনার রং মুছে দক্ষিণা মলয় বইবে
    নিশীথের আঁধার ভেদি ফুটিয়ে স্বর্ণকমল
    আসবে সুদিন দেশ হাসবে ঝলমল।

    ___ নিশ্চয়ই আমাদের স্বপ্ন পূরণ হবে। শুভেচ্ছা কবি এম. হুমায়ূন কবির। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অজস্র ধন্যবাদ ও শুভকামনা প্রিয় মুরুব্বি   https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif   

মন্তব্য প্রধান বন্ধ আছে।