খুঁজি আর ঘুরি
তল অতল সিম অসীম গুপ্ত অন্দর
জল স্থল ও গগন বিচারী; খুঁজি অস্তিত্বের আমারি
অনল বিক্ষিপ্ত দুর্গম প্রান্তর, কৃষ্ণ গুহ ‘ভূত অভ্যন্তর
আদৌ কি পাবো? স্বীয় ব্রহ্মাণ্ডের পবিত্র মোহনা
এও এক দারুণ বিদ্রোহ
এও এক দারুণ আগ্রহ!
কে বলতে পারবে-
এই গ্রহে জন্মেছি বলেই কি আমরা মানুষ
নাকি আমরা মানুষ বলেই এই গ্রহ; বেহুঁশ
তোমরাও ফিরে চাওনি বিস্তৃত জীবন উদ্যান
কোথা হতে আসি ফের কোথা ভেসে যাই
প্রাণের তরী তীরে; ঘুরি আর খুঁজি
পাইনি আজো সেই মহাজন; হায় হায়রে
কার কাছে মেটাই এই জীবন ঋণ
হিসেবের খাতা বন্ধ হতে নাইরে আর দেরি
কালকের দিন যে বড়ই কঠিন; কে নেবে ভার
কলঙ্কের মোকদ্দমা সেই হাশরে কে দেবে ঠাই?
অনিন্দ্য সুন্দর উপস্থাপন
কার কাছে মেটাই এই জীবন ঋণ … হিসেবের খাতা বন্ধ হতে নাইরে আর দেরি।