ভালোবাসার নদী

1a411

আমার ভালোবাসা গাল বেয়ে গড়িয়ে পড়ে-
তৈরি হোক নদী। যেমন ঝর্ণা থেকে নদী হয়।
সেই নদী হবে ভালোবাসার নদী।
তোমার বাড়ির উঠোনের সামনে দিয়ে বয়ে চলবে।
সারাদিনের কাজের ফাঁকে যতবারই তোমার চোখ
জানলা গলিয়ে দূরে দিগন্তে যাবে
ভালোবাসার নদী কাছে টানবে তোমায়।

রোজ বিকেলে পায়চারি করতে যাবে নদী তীরে
আমাকে নিয়ে লেখা কবিতাগুলো আবৃত্তি করবে
তোমার আমার প্রিয় গানের কলি গুনগুন করবে
কখনও বা বসে থাকবে নিশ্চুপ হয়ে
পুরোনো স্মৃতি মনে পড়ে হেসে ফেলবে
কখনও বা ডিসেম্বরের কুয়াশার মতো
মনখারাপ জাকিয়ে বসবে তোমার মনে।

বিচ্ছেদের বিরহে তোমার চোখ দিয়েও
অঝোর বৃষ্টির মতো ভালোবাসা ঝড়বে।
তোমার নরম গাল ছুঁয়ে দু-ফোঁটা ভালোবাসা
মিশে যাবে আমার ভালোবাসার নদীতে
আমাদের ভালোবাসার নদীতে।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

2 thoughts on “ভালোবাসার নদী

  1. তোমার নরম গাল ছুঁয়ে দু-ফোঁটা ভালোবাসা
    মিশে যাবে আমার ভালোবাসার নদীতে
    আমাদের ভালোবাসার নদীতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।