আমার ভালোবাসা গাল বেয়ে গড়িয়ে পড়ে-
তৈরি হোক নদী। যেমন ঝর্ণা থেকে নদী হয়।
সেই নদী হবে ভালোবাসার নদী।
তোমার বাড়ির উঠোনের সামনে দিয়ে বয়ে চলবে।
সারাদিনের কাজের ফাঁকে যতবারই তোমার চোখ
জানলা গলিয়ে দূরে দিগন্তে যাবে
ভালোবাসার নদী কাছে টানবে তোমায়।
রোজ বিকেলে পায়চারি করতে যাবে নদী তীরে
আমাকে নিয়ে লেখা কবিতাগুলো আবৃত্তি করবে
তোমার আমার প্রিয় গানের কলি গুনগুন করবে
কখনও বা বসে থাকবে নিশ্চুপ হয়ে
পুরোনো স্মৃতি মনে পড়ে হেসে ফেলবে
কখনও বা ডিসেম্বরের কুয়াশার মতো
মনখারাপ জাকিয়ে বসবে তোমার মনে।
বিচ্ছেদের বিরহে তোমার চোখ দিয়েও
অঝোর বৃষ্টির মতো ভালোবাসা ঝড়বে।
তোমার নরম গাল ছুঁয়ে দু-ফোঁটা ভালোবাসা
মিশে যাবে আমার ভালোবাসার নদীতে
আমাদের ভালোবাসার নদীতে।
তোমার নরম গাল ছুঁয়ে দু-ফোঁটা ভালোবাসা
মিশে যাবে আমার ভালোবাসার নদীতে
আমাদের ভালোবাসার নদীতে।
অনুপম প্রকাশ কবি।