পথে হাঁটতে নেমেও কেউ পশ্চাৎ যায়,
দেখছি অহরহ। যে বালক বুকের বোতাম খুলে
দৌড়ে ফড়িং ধরবে; সে মক্তবে মুফতির
পাঠ নেয়। যে বালিকা বেণী দুলানো
হাসিতে জানাবে চাঁদের নিমন্ত্রণ; সে
আপাদমস্তক অন্ধকারে নিজেকে সুরক্ষিত ভাবে।
গতকাল যার টগবগানো রক্তে বিপ্লব সমাগত
ছিল আজ সে ক্ষমতার জুতো শুঁকে।
যার সৌম্যমূর্তি স্মরণে অনেক অন্যায় করা
হয়নি; দুর্নীতির দায়ে সে আজ জেলে।
মানুষের ইতিহাস লিখতে হবে বলে যে
আমাদের ডাক দিয়েছিল; সে আজ মানুষ বিমুখ,
সে আজ অমানুষ দলের সর্দার।
যাবো না গোঁ ধরে বসে থাকলে ঠেলে ঠেলে
যে আমাদের এখানে এনেছিল; সে ফিরে গেছে
অনর্থক পরিশ্রমের জন্য আফসোস করছে।
হাঁটতে নেমে অনেকেই পশ্চাৎ যায়, অথবা
পশ্চাৎ মনের অনেকেই অহেতুক হাঁটার ভান করে।
হাঁটতে নেমে অনেকেই পশ্চাৎ যায়, অথবা
পশ্চাৎ মনের অনেকেই অহেতুক হাঁটার ভান করে।