দেশটা নয় যে কারো চাচার
নয় গো একার এদেশ,
স্বাধীন হয়ে আছি যেথায়
নাই কো হিংসা ও দ্বেষ।
গায়ের শক্তি চলছে দেশে
যেনো দেশটা তাদের,
এদেশখানি একাত্তরে
রক্ত ঝরলো যাদের।
কতো কষ্টে আনছে টাকা
জন সাধা-রণে,
কায়দা করে ঘুষটি নিচ্ছে
অসাধু কয় জনে।
যারা হায় গো চাইছে এখন
রঙিন টাকা কিছু,
আর দিও না টাকা ওদের
টেনে আনো নিচু।
দেশ হয়েছে স্বাধীন আজি
চলো দেশটা গড়ি,
খাচ্ছে লুটে যারা এদেশ
তাদের আনো ধরি।
.
ঠোঁট মুক্ত ছন্দ
স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+২
দেশ হয়েছে স্বাধীন আজি
চলো দেশটা গড়ি,
খাচ্ছে লুটে যারা এদেশ
তাদের আনো ধরি।
____ সময়ের দাবী।
অনন্য প্রকাশ