আমাকে প্রত্যাখ্যান করে
গোপনে প্রস্থান করার মধ্যে দিয়ে জানান দিয়েছ কত খানি ভালবাসো,
গ্লানির ভারে ওষ্ঠাগত প্রাণ; নিভৃত দহনের মধ্য দিয়ে-
বুঝিয়ে দিয়েছো অন্তরে বিরাজমান প্রেমের বিশুদ্ধ আহবান।
কি-সে এত ভয় তোমার!
যে প্রাচীন শিলাখণ্ডের মত হিম হয়ে ডুবে আছো রাত্তির আঁধারে!
এতটা কাল ধরে চিনেছ আমায়, নিজের মত করে গড়তে তো পারতে।
আপন অন্তরে বয়ে যাওয়া খরস্রোত
তুমি কি করে প্রত্যাখ্যান করবে তার জোয়ার ভাটা, নির্বোধ শঙ্খের ন্যায়
আমি তো এঁটে আছি তোমারই প্রাণে; বুকের উপত্যকায়।
1 thought on “প্রত্যাখ্যান”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নির্বোধ শঙ্খের ন্যায় আমি তো এঁটে আছি তোমারই প্রাণে; বুকের উপত্যকায়। গুড।