প্রেমিক

আমাকে যেতে হবে
গতকালের অবদারে অনেক ধকল গেল,
চাঁদ পেড়ে আনা চাট্টি খানি কথা নয়;
শেষ পর্যন্ত সক্ষম হয়েছি।

এর আগে হৃদয়ের খণ্ডাংশ
কেটে দিয়েছি, রক্তে যখন মেঝে ভিজে
যাচ্ছে তুমি লাল পদ্মের জেদ ধরলে
সাপের সাথে যুদ্ধ তাও এনে দিয়েছি।

বলেছিলে প্রেমের জন্য পাহাড় থেকে
ঝাঁপ দিতে পারবো কিনা,
তাই প্রমাণ করতে চললাম
ঝাঁপ দেয়া কোন ব্যাপার না;
সন্দেহ জাগছে; ঝাঁপের
অপর পারে তুমি কী দাঁড়িয়ে থাকবে!

3 thoughts on “প্রেমিক

  1. শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। ঈদ মোবারক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সুন্দর কবিতা। পাঠে মুগ্ধ হলাম। কবির জন্য শুভকামনা থাকলো।

  3. ঈদ মোবারক আবু মকসুদ ভাই। নিরাপদ থাকুন সব সময়। শুভকামনা … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।