দহন ১৩
যতদিন পাগল হবোনা
প্রলাপ বকেই যাব,
পাগল হলেই
পাতাঝরা নির্বাক গাছ।
***
দহন ১৪
পাগল হতে হতে থেমে গেলে
কার্বাইনের গুলিও হাড় মাংসে চুমু খেতে খেতে ফিরে যায়
পিঠে ঠান্ডার খোঁচাতেই বোঝা যায় আগুন পালিয়েছে চুপিচুপি।
***
দহন ১৩
যতদিন পাগল হবোনা
প্রলাপ বকেই যাব,
পাগল হলেই
পাতাঝরা নির্বাক গাছ।
***
দহন ১৪
পাগল হতে হতে থেমে গেলে
কার্বাইনের গুলিও হাড় মাংসে চুমু খেতে খেতে ফিরে যায়
পিঠে ঠান্ডার খোঁচাতেই বোঝা যায় আগুন পালিয়েছে চুপিচুপি।
***
মন্তব্য প্রধান বন্ধ আছে।
স্বল্প পরিসরে কবিতার উপস্থাপন এককথায় দারুণ আয়োজন।
শুভ কামনা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ হোক দিন।
ভালো লাগলো, দাদা। শুভকামনা থাকলো।
ঈদ মোবারক প্রিয় কবি সৌমিত্র। নিরাপদ থাকুন সব সময়। শুভকামনা …