বিড়ম্বনা

hilal

দেশে যাবার ইচ্ছে হলো, দেশে গেছি
হাওয়াই জাহাজ চড়ে হাওয়ায়, ভেসে গেছি
গাল-গল্পে, মেতে-মেতে, হেসে গেছি
পাশাপাশি বা দূরত্বে…
কোথাও আবার ঘেসে গেছি!

দেশে এসে বুঝতে পারি, ফেঁসে গেছি
এসব কারণ বলতে মানা, কেশে গেছি
যেখানে যাই সেইখানে সেই বেশে গেছি
সবার আগে গিয়ে দেখি…
আমিই সবার শেষে গেছি!

1 thought on “বিড়ম্বনা

  1. নিরন্তর শুভ কামনা প্রিয় কবি বন্ধু সৈয়দ হিলাল সাইফ। নিরাপদে থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।