ওহে দয়াময়

18658_n

তুমি আমি সবে করি বাস এক সাথে
প্রতিদিন দেখা মেলে যবে মিলি প্রাতে;
কত শোষণে শাসনে মোরা সবে বাঁচি
কষ্ট যত বুকে নিয়ে তবু ভালো আছি।

কখনো বা ক্রোধে করি কত মারামারি
তাই যে সমাজে দেখি দুখ আহাজারি;
যাদের অর্থ অনেক বড়ো সুখে রয়
নাহি তাদের অশান্তি সুখ বন্যা বয়।

কখনো জড়াই মোরা নানান বিবাদে
কখনো কাটে সময় সুন্দর নিনাদে;
কারো রয় দম্ভ ভারি বলে না যে কথা
বুঝিতে না চায় কভু অপরের ব্যথা।

এই তো সমাজ চিত্র প্রতিদিন দেখি
কেউ কাঁদে কেউ হাসে কেহ চুপ সেকি,
ভাবি না কেহ হায়রে সে পরের তরে
নিজের সুখেই মত্ত কী বা অন্য ঘরে ?

ওহে মোর দয়াময় আমরা মানুষ
যেনো না হই ধনীর খেলার ফানুস;
দুখে যবে রই সবে থেকো তুমি পাশে
সতত দুখী তারাও যেনো তবে হাসে।

.
অক্ষরবৃত্তঃ ৮+৬

1 thought on “ওহে দয়াময়

  1. দুখে যবে রই সবে থেকো তুমি পাশে
    সতত দুখী তারাও যেনো তবে হাসে। ___ আমীন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।