আজও বিদ্রোহের অনল যেনো
কণ্ঠনালী টগবগ বিশ্বময়!
অসাহসের ক্ষীণ করে রেখেছে বীজ;
তবুও সাহস হারাননি নজরুল!
তোমার সাম্যে দ্রোহের
গান গাই আজও- কালও পৃথিবীময়।
অমৃত্যের গাঁথা সাহসের বজ্রপাত
আমার আকাশ শুধু উজ্জ্বলময়!
তুমি নজরুল আমার প্রেরণার গান
সাম্য নদের ঊষসী বান-
শত ক্রোধের হোক না অবসান!
তুমি বিশ্বময় শুধু নজরুল ।
১১ জ্যৈষ্ঠ ১৪২৮,২৫ মে ২১
—————————–
তুমি নজরুল আমার প্রেরণার গান
সাম্য নদের ঊষসী বান-
শত ক্রোধের হোক না অবসান!
তুমি বিশ্বময় শুধু নজরুল।
জ্বি মুরুব্বী দা
বিনম্র শ্রদ্ধা জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
আপনার জন্যও শুভকামনা প্রিয় বাউল কবি।
Respect
জ্বি মহী দা
বিনম্র শ্রদ্ধা জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-