দাউদের কাব্য অণুরণন

079160

তোমার উঠোনে জলকাদার মাখামাখি
এবার আমার লাঙ্গলে ফলা চলবে দূর্বার
উন্মুখ হয়ে আছে শৌর্যেয় বীজ, কত কি
বুনতে হবে; তবেই না সাজবে নতুন সংসার!

খাপ খুলতেই
উন্মুক্ত শাণিত তলোয়ার
মদিরা চোখের পলকেই
লঙ্ঘিত যুগলযৌবনের দুর্মার!

অতল ছুঁয়েছে জল।
বাঁধ ভেঙ্গেছে পূর্নিমা চাঁদ
ভেসে গেছে গুপ্ত চর,
কুসমিত মখমল।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “দাউদের কাব্য অণুরণন

  1. সত্যই চমৎকার স্যালুট জানাই কবি দা

  2. অসামান্য কবিতায় একরাশ শুভ কামনা প্রিয় কবি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।