তোমার উঠোনে জলকাদার মাখামাখি
এবার আমার লাঙ্গলে ফলা চলবে দূর্বার
উন্মুখ হয়ে আছে শৌর্যেয় বীজ, কত কি
বুনতে হবে; তবেই না সাজবে নতুন সংসার!
খাপ খুলতেই
উন্মুক্ত শাণিত তলোয়ার
মদিরা চোখের পলকেই
লঙ্ঘিত যুগলযৌবনের দুর্মার!
অতল ছুঁয়েছে জল।
বাঁধ ভেঙ্গেছে পূর্নিমা চাঁদ
ভেসে গেছে গুপ্ত চর,
কুসমিত মখমল।
সত্যই চমৎকার স্যালুট জানাই কবি দা
অসামান্য কবিতায় একরাশ শুভ কামনা প্রিয় কবি