যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে

যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে
প্যাচপ্যাচে কাদা পায়ে লাগবে,
যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে
ট্রেনের কাঁচ নামিয়ে কিশোরী
শরীরে নেবে জলের ছোঁয়া।

যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে
অন্ধ বাউল গাইবে মেঘমল্লার,
যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে
অপেক্ষার প্রেমিকের চোখের
জলে সিক্ত হবে মাটির পৃথিবী।

যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে
গৃহিণী রোদে শুকাতে দেওয়া
কাপড়ের জন্য করবে অভিসম্পাত,
যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে
ছাতার আড়ালে বৃদ্ধ মুখে পুড়বে
খয়ের পান, টকটকে লাল পিক
জলে মিশে বর্ণিল হবে।

যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে
ব্যাগভর্তি বাজারে বিড়ম্বিত গেরস্ত
বলবে ‘ইস একেবারে ভিজে গেছি’,
যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে
গৃহিণী অযাচিত বাহানায়
রাঁধবে খিচুড়ি, স্বামীর ভেজা চুল
মুছতে এগিয়ে দেবে মায়ার গামছা।

যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে
যৌথ ভেজার ইচ্ছা জাগ্রত থাকবে,
যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে
প্রেমিক ডাকবে প্রেমিকাকে
যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে
প্রেমিক-প্রেমিকা ভিজবে,
পূর্ণ হবে ভালোবাসার অবয়ব।

2 thoughts on “যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে

  1. শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। শুভ হোক দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. “যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে
    যৌথ ভেজার ইচ্ছা জাগ্রত থাকবে”

    অসাধারণ! শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।