একপশলা বৃষ্টি বয়ে নিয়ে এলো তোমার সুবাস। একলা হয়ে যাওয়া দুপুরের কাপাসিয়া মেঘে ভেসে আসে তোমার কথারা। এক একটা দিনের সাথে মিশে যায় গুঁড়ো গুঁড়ো ভালোবাসার অনুভূতি। মন জুড়ে, কোল পেতে, এক বুক আকাশ নিয়ে বসে থাকি তোমার অপেক্ষায়। দিগন্তের চিহ্ন বরাবর মনে মনে হেঁটে আসি তোমার সাথে …
.
___________________
ছবি : Anushka Saha ❤️
মডেল : Jayoti Saha ❤
অসাধারণ প্রচ্ছদের সাথে অসামান্য অনুভবের লিখা। এমন লিখা বারবার পড়লেও ভালো লাগে। অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। মডেল এবং আলোকচিত্রীর জন্যও শুভকামনা।
কি সুন্দর
মনোমুগ্ধকর
“বৃষ্টি কখন” ভালো লাগলো, দিদি।
শুভকামনা সারাক্ষণ।